chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামের ৭ ব্যবসায়ীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

 ঋণখেলাপির মামলায় চট্টগ্রামের সাত ব্যবসায়ীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বুধবার বিকেলে অর্থঋণ আদালত চট্টগ্রামের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

নিষেধাজ্ঞা পাওয়া ব্যবসায়ীরা হলেন, এএফসি হেলথ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জুয়েল খান, পরিচালক মো. আফজল, মো. জিয়া উদ্দিন, সাইদুল আমিন, মো. শামসুদ্দোহা তাপস, এস.এম. সাইফুর রহমান এবং মাহবুব আরব মজুমদার।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম।

তিনি বলেন, আদেশে বিচারক উল্লেখ করেন- ওয়ান ব্যাংক নগরের আগ্রাবাদ শাখা থেকে  ৭৩ কোটি টাকার ঋণ নিয়ে পরিশোধ করেননি সাত ব্যবসায়ী। ঋণের বিপরীতে কোনো স্থাবর সম্পত্তি ওয়ান ব্যাংকের কাছে দায়বদ্ধ নেই। ব্যবসায়ীদের পার্সোনাল গ্যারান্টিতে ব্যাংক ঋণ দেয়। এছাড়া ঋণ দুইবার পুন তফশিল করা হলেও ব্যবসায়ীরা তা পরিশোধ করেননি। এ অবস্থায় তারা দেশ ত্যাগ করতে পারেন না।

দেশত্যাগ করলে বিপুল পরিমাণ খেলাপি ঋণ আদায় অনিশ্চিত হয়ে পড়তে পারে। এ জন্য আদালত সাতজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য বিশেষ পুলিশ সুপারকে (ইমিগ্রেশন) নির্দেশ দেওয়া হয়েছে।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর