chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হার্ট অ্যাটাক অবস্থায় বাস থামিয়ে চালক বাঁচল ৬০ যাত্রীর প্রাণ

ভারতের ওড়িশায় বাস চালাতে চালাতে চালক হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলেও পড়েও মৃত্যুর ঠিক আগমুহূর্তে বাস থামিয়ে ৬০ জন যাত্রীর প্রাণ বাঁচালেন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার বালাসোর জেলায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মৃত ওই চালকের নাম শেখ আখতার। মঙ্গলবার সকালে ওড়িশার পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের উদ্দেশে পশ্চিমবঙ্গ থেকে রওনা হয়েছিল বাসটি। বালাসোর জেলায় পৌঁছানোর পর হঠাৎই বুকে ব্যাথা অনুভব করেন আখতার এবং রাস্তার ধারে বাসটি নিয়ে তা থামিয়ে দেন। যাত্রী এবং বাসের অন্যান্য কর্মচারীরা তাৎক্ষণিকভাবে চালকের আসনে গিয়ে দেখেন, অচেতন অবস্থায় পড়ে আছেন তিনি।

গাড়ির একজন যাত্রী অমিত দাস বলেন, ‘হঠাৎ করে বাসটি থামার পর আমরা চালকের আসনের সামনে গিয়ে দেখি তিনি (আখতার) সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছেন। দ্রুত তাকে সেখান থেকে স্থানীয় নীলগিরি উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক পরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তারা জানিয়েছেন, আক্রান্ত হওয়ার কয়েক মিনিটের মধ্যেই মারা গিয়েছিলেন তিনি।’

অসাধারণ এই দায়িত্বশীল আচরণের জন্য বাসের যাত্রী, পুলিশ এবং স্থানীয় লোকজন ভূয়সী প্রশংসা করেছেন শেখ আখতারের।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর