chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফিলিস্তিনির পক্ষে কথা বলেনা বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপির হাতে দেশ নিরাপদ নয় বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ সোমবার ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশ শান্তি পরিষদের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের সকল আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ইসরাইল গণহত্যা চালাচ্ছে। একবিংশ শতাব্দীতে এটা অকল্পনীয়। এটি মেনে নেয়া যায় না।

তিনি বলেন, আওয়ামী লীগ ফিলিস্তিনের গণহত্যার বিপক্ষ সোচ্চার আওয়াজ তুলেছে। বাংলাদেশের মানুষ সবসময় ফিলিস্তিনের পক্ষে আছে, ভবিষ্যতেও থাকবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির আমলে ইসরাইলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে বলা হলেও তারা গ্রাহ্য করেনি। আজ গণতন্ত্র, মানবাধিকারের কথা বললেও ফিলিস্তিনিদের পক্ষে একটি কথাও বলেনি বিএনপি।

তিনি আরও বলেন, দেশে অনেক ইসলামী দল আছে তাদের কোন প্রতিক্রিয়া করতেও দেখা যায়না এই বিষয়ে। শুধু ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে কোন সমাবেশ বা প্রতিবাদ করেনি, তারা নানা ইস্যুর সাথে এটিকে যুক্ত করে অনুষ্ঠান করে।

হাছান মাহমুদ বলেন, যারা নিজেদের স্বার্থে অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকে, তাদের হাতে দেশ নিরাপদ নয়। আওয়ামী লীগ ও বাংলাদেশ সরকার ফিলিস্তিনের পক্ষে আছে এবং থাকবে৷

চখ/জুইম

এই বিভাগের আরও খবর