chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

৪ ফেব্রুয়ারি থেকে লেনদেনে যুক্ত হচ্ছে চাইনিজ ইউয়ান

আগামী ৪ ফেব্রুয়ারি থেকে রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্টে (আরটিজিএস) যুক্ত হচ্ছে চাইনিজ মুদ্রা ইউয়ান।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

বিশ্বের অন্যান্য উন্নত দেশের মতো পেমেন্ট সিস্টেমে বৈদেশিক মুদ্রায় লেনদেন ব্যবস্থা চালু করে কেন্দ্রীয় ব্যাংক। এরই অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক কর্তৃক বৈদেশিক মুদ্রায় ক্লিয়ারিং কার্যক্রম আধুনিক, যুগোপযোগী ও তাৎক্ষণিকভাবে নিষ্পত্তির লক্ষ্যে ২০২২ সালের ৪ সেপ্টেম্বর থেকে এফডিডি’র পরিবর্তে আরটিজিএস ব্যবস্থার মাধ্যমে ৫টি বৈদেশিক মুদ্রায় (মার্কিন ডলার, পাউন্ড স্টার্লিং, ইউরো, জাপানিজ ইয়েন ও কানাডিয়ান ডলার) অটোমেটেড ক্লিয়ারিং কার্যক্রম শুরু হয়।

এরই ধারাবাহিকতায় আগামী ৪ ফেব্রুয়ারি থেকে আরটিজিএস ব্যবস্থায় চাইনিজ ইউয়ান (সিএনওয়াই) অন্তর্ভুক্ত হচ্ছে। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে আলোচিত চাইনিজ মুদ্রা ইউয়ান।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর