chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

উখিয়া ক্যাম্পে ফের দুর্বৃত্তের গুলিতে নিহত রোহিঙ্গা নেতা

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে ২৪ ঘণ্টা না পেরোতেই ফের দুর্বৃত্তদের গুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছে। এপিবিএনের দাবি, আরসা সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন ওই রোহিঙ্গা নেতা।

শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ১৯ নম্বর ক্যাম্পের সি-৬ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম কুজ্জত উল্লাহ। তিনি ১৯ নম্বর ক্যাম্পের সি-৬ ব্লকের ফজর কলিমের ছেলে।

উখিয়াস্থ ৮ এপিবিএনের সহকারি পুলিশ সুপার সালা উদ্দিন বলেন, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উখিয়ার ১৯ নম্বর ক্যাম্পের সি-৬ ব্লকে একদল দুর্বৃত্ত এসে ঘর থেকে ডেকে কুজ্জত উল্লাহকে বুকে গুলি করে এবং কুপিয়ে জখম করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। সংবাদ পেয়ে দ্রুত এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, আরসা সন্ত্রাসীরা কুজ্জত উল্লাহকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করেছে। এ হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে বলে জানান এপিবিএনের সহকারি পুলিশ সুপার সালা উদ্দিন।

 

 

 

জয়/চখ

এই বিভাগের আরও খবর