chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘আইএনএমএএস’-এ বৈজ্ঞানিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসস্থ ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েডসায়েন্সেস(আইএনএমএএস) চট্টগ্রাম- এ ক্যান্সারের আধুনিক চিকিৎসা সম্পর্কিত একটি বৈজ্ঞানিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) বেলা ১২ টায় আইএনএমএএস কনফারেন্স কক্ষে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।

'আইএনএমএএস'-এ বৈজ্ঞানিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

এ সময় ক্যান্সারের আধুনিক চিকিৎসা নিয়ে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডা: অশোক কুমার পাল। তিনি বলেন-বাংলাদেশে অতীতে ক্যান্সার চিকিৎসা খুবই সচনীয় ছিলো। তবে যত দিন গড়াচ্ছে- তত রোগী বাড়ছে। একই সাথে দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত হচ্ছে। চট্টগ্রামসহ সারাদেশে বেশ কয়েকটি ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েডসায়েন্সে রয়েছে। যেখানে রোগী স্বল্প টাকায় উন্নত চিকিৎসা সেবা নিতে পারছে। ক্যান্সার চিকিৎসা পেট সিটি যুক্ত হচ্ছে চট্টগ্রামে। চট্টগ্রামে রোগীরা ঘরে বসেই ক্যান্সার চিকিৎসা নিতে পারবেন।

'আইএনএমএএস'-এ বৈজ্ঞানিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

সভাপতির বক্তব্যে আইএনএমএএস’র পরিচালক অধ্যাপক ডা: পবিত্র কুমার ভট্টাচার্য্য বলেন- আমাদের প্রতিষ্ঠানে পেটসিটি যুক্ত হচ্ছে। এটি ক্যান্সার রোগীদের আধুনিক চিকিৎসা পদ্ধতি। বিদেশ ও ঢাকা নয়- চট্টগ্রামে বসেই সেবা নিতে পারবেন রোগীরা। তবে জনবলের সংকট নিরসন করতে হবে। তাহলে সেবা আরও প্রসারিত হবে।

সভায় সভাপতিত্ব করেন আইএনএমএএস-য়ের পরিচালক অধ্যাপক ডা: পবিত্র কুমার ভট্টাচার্য্য। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডা: অশোক কুমার পাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহেনা আক্তার। এছাড়াও অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন, হৃদরোগ, এন্ডোক্রাইন, অনকোলজি, সার্জারি, প্যাথলজিসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং অধ্যাপকগণ উপস্থিত ছিলেন।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর