chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আবারো বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে মাত্র পাঁচদিনের ব্যবধানে আবারো বাড়লো স্বর্ণের দাম। সবচেয়ে ভালোমানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ১১ হাজার ৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। যার আগের দাম ছিল ১ লাখ ৯ হাজার ২৯২ টাকা। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ।

শনিবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)-এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা রোববার থেকে কার্যকর হবে।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর