chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফিলিস্তিনিদের সমর্থনে আর্মব্যান্ড পরাই খাজাকে তিরস্কার

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ফিলস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে পার্থ টেস্টে পাকিস্তানের বিপক্ষে কালো আর্মব্যান্ড পরে খেলেছিলেন আজি ব্যাটসম্যান উসমান খাজা। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) অনুমতি ছাড়া আর্মব্যান্ড পরার কারণে খাজাকে নিয়ম ভঙ্গের দায়ে অভিযুক্ত করেছে।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর এক মুখপাত্র এ তথ্য জানান।

আইসিসির মুখপাত্র বলেন, ‘উসমান খাজা আইসিসির প্লেয়িং কন্ডিশনের পোশাক ও সরঞ্জাম নিয়মের “এফ” ধারা ভঙ্গ করেছেন বলে অভিযোগ এসেছে। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ক্রিকেট অস্ট্রেলিয়া ও আইসিসির পূর্বানুমতি ছাড়াই উসমান ব্যক্তিগত বার্তা প্রদর্শন করেছেন। এটি অন্যান্য নিয়ম ভঙ্গের আওতায় পড়ে, প্রথম অপরাধে যেটির শাস্তি তিরস্কার।’

প্রথমবার তিরস্কারে কোনো শাস্তি না থাকলেও একই কাজ বার বার করলে শাস্তি পাবেন খাজা। আইসিসির নিয়ম অনুযায়ী, ১২ মাসের মধ্যে চারবার এমন অপরাধ করলে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়। খাজা এবারই প্রথমবার এই অপরাধ করলেন।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর