chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা

দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রচার প্রচারণা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।পোস্টার লিফলেট আর মাইকিং চলছে প্রার্থীদের প্রচারণা।

আজ বুধবার (২০ ডিসেম্বর) আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীরা স্ব স্ব নির্বাচনী এলাকায় গিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কুশলাদি বিনিময় উঠান বৈঠক করেন এবং নিজ প্রতীকের জন্য ভোট প্রদানের আহবান জানান।

চট্টগ্রাম ১০ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম মহানগরীর সরাইপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। ভোটারদের সাথে কৌশলাদি বিনিময় করে ফুলকপি মার্কায় ভোটের আহবান জানান।

চট্রগ্রাম ৬ আসন রাউজানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী পৌরসভার পশ্চিম গহিরা থেকে তার নির্বাচনী প্রচার শুরু করেন। চট্রগ্রাম ২ ফটিকছড়ি আসনে স্বতন্ত্র প্রার্থী আবু তৈয়ব গতকাল রাতে জাহানপুরে উঠান বৈঠক করেন। চট্রগ্রাম ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম নগরীর কালুরঘাট এলাকায় গণসংযোগ করেন।

চট্টগ্রামের ১৬টি আসনে ভোটের মাঠে আছেন ১২০ প্রার্থী। মোট ভোটার ৬৩ লাখ ৯৬৪ জন।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর