chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাফুফে ভবনে স্বাধীন বাংলা ফুটবল দলের নামফলক উন্মোচন

বাংলাদেশ ফুটবল ফেডারশন (বাফুফে) এর ভবনে ১৫ বছর পর ফের নতুন করে স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের নামফলক স্থাপন করা হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের দিন নামফলকটি উন্মোচন করা হয়।

২০০৯ সালে ৪ জানুয়ারি কাজী সালাউদ্দিন বাফুফে সভাপতি হওয়ার পর স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের নামখচিত ফলক স্থাপন করা হয়েছিল। বাফুফেতে বিদেশি ফুটবলার, ফিফা-এএফসি’র লোকজন আসে প্রায়ই। তারা যেন বুঝতে পারেন এজন্য এবার ইংরেজিতেও লেখা হয়েছে কীর্তিমানদের নাম। কোচ ও ম্যানেজারসহ ৩৬ জনের তালিকা সম্বলিত এই ফলক স্থাপন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের মধ্যে ম্যানেজার তানভীর মাজহারুল ইসলাম তান্না, খেলোয়াড় শেখ আশরাফ আলী, আমিনুল ইসলাম সুরুজ, মোহাম্মদ মোজাম্মেল হক, আবদুস সাত্তার, সুবাশ চন্দ্র সাহা, বাফুফে সদস্য মাহফুজা আক্তার কিরণ, সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারসহ অন্যান্য কর্মকর্তাগণ।

নামফলক উন্মোচনের পর বাফুফে একটি প্রীতি ম্যাচ আয়োজন করে। লাল-সবুজ দুই দলে সাবেক ফুটবলাররা একটি প্রীতি ম্যাচ খেলে।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর