chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামের ১৬ আসনের যেসব প্রার্থীদের সম্পদ বেড়েছে

চট্টগ্রামের ১৬ আসনের অধিকাংশ পুরানো প্রার্থীদের নগদ অর্থ থেকে  সম্পদ বেড়ে গেছে বহুগুণ। কারো কারো স্ত্রীর সম্পদের পরিমাণ প্রার্থীর চেয়েও বেশি। দ্বাদশ সংসদ নির্বাচনী হলফনামার তথ্যে উঠে এসেছে  এই সব তথ্য।

চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নিজাম উদ্দিন নদভী। নির্বাচন কমিশনে দেয়া হলফনামায় সম্পদের পরিমান ৭ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ৬৯০ টাকা। ২০১৮ সালে যা ছিল ২ কোটি ১২ লাখের কিছু বেশি। তিনগুন সম্পদ বৃদ্ধির অন্যতম উৎস হিসেবে দেখিয়েছেন একটি বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে মাসে ১১ লাখ টাকার সম্মানী।

সম্পদ বাড়ার তালিকায় চট্টগ্রাম-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও একাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি খাদিজাতুল আনোয়ার সনি। আগের হলফনামায় দেয়া ৬ কোটি টাকার সম্পদ এবার সাড়ে ১৪ কোটি ছাড়িয়েছে।

একই আসনের তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারীর হলফনামায় বার্ষিক আয় ৪ কোটি ৬৬ লাখ ৭৬ হাজার ১৮১ টাকা। তবে স্ত্রী-সন্তানদের আয় ও সম্পদের পরিমাণ ৩৮ কোটি ৭৭ লাখ ৬৫ হাজার ৪১১ টাকা। যা ২০১৮ সালের চেয়ে কয়েকগুণ বেশি।

২০১৮ সালে চট্টগ্রাম-৯ আসনের সাংসদ শিক্ষা-উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ২ কোটি টাকার সম্পদ এবার ৮ কোটি ছুয়েছে। ১৪ বাঁশখালীর মোস্তাফিজুর রহমানের ১ কোটি ২২ লাখ টাকার সম্পদ বেড়ে ৬ কোটি ছাড়িয়েছে। এভাবে সব

সুজন বলছে, প্রতি নির্বাচনে প্রার্থীদের হলফনামা প্রার্থীর সম্পদ বেড়েছে কয়েকগুনে। ফলে গুরুত্বপুর্ণ বিষয়টি গুরুত্ব হারাচ্ছে দিনে দিনে।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর