chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আরও ৪৮ ঘণ্টা অবরোধের ঘোষণা বিএনপির

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি ও দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে আবারো ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি

ছুটির দুই দিন বিরতি দিয়ে আগামী রবিবার (৩ ডিসেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (৪ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত অবরোধ ডেকেছে বিএনপি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অবরোধ কর্মসূচির ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, রবিবার (৩ ডিসেম্বর) ভোড় ৬টা থেকে মঙ্গলবার (৪ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হবে।

এ নিয়ে নবম দফায় অবরোধ ডাকল বিএনপি। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা ও শরিক দলগুলোও এসব কর্মসূচি পালন করছে।

বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হবে। আর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালিত হবে।

এর আগে বুধবার (২৯ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা অষ্টম দফায় ২৪ ঘন্টার অবরোধ শেষে তৃতীয় দফায় ডাকা দেশজুড়ে ২৪ ঘণ্টার হরতাল চলে।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর