chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

১১০ টন গুঁড়া দুধ বিক্রি হলো এক কোটি টাকায়

 ১১০ টন গুঁড়া দুধ আমদানির পর খালাস না হওয়া উন্মুক্ত নিলাম হয়েছে।

গতকাল চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখায় এ নিলাম অনুষ্ঠিত হয়। ১১০ টন গুঁড়া দুধের দাম উঠেছে ১ কোটি ১১ লাখ টাকা।

এ হিসেবে প্রতি কেজির দাম পড়েছে ১০১ টাকা। সর্বোচ্চ দর দিয়েছে মেসার্স শাহ আমানত ট্রেডিং। একইসঙ্গে ৪৫ হাজার কেজি আদা, ৪৩ হাজার ২০০ কেজি কমলাও নিলামে তোলা হয়। সব মিলিয়ে চার শতাধিক নিলামকারী এতে অংশ নেন।

কাস্টম হাউস সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে ভারত থেকে আসা ১ লাখ ১০ হাজার কেজি স্কিমড মিল্ক পাউডার নিলামে তোলা হয়েছিল। এর সংরক্ষিত মূল্য ধরা হয়েছে ৩ কোটি ৩৩ লাখ ৭৭ হাজার ৯৬৩ টাকা ১৪ পয়সা।

কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. মাহফুজ আলম বলেন, সাধারণ গুঁড়া দুধ যেসব পরীক্ষা-নিরীক্ষা শেষে ছাড় দেওয়া হয় নিলামের গুঁড়া দুধেও তা করা হবে। যদি জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু থাকে কিংবা মেয়াদ না থাকে তা হলে ছাড় দেওয়া হবে না।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর