chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বান্দরবান সীমান্তে ভারী গোলাগুলির শব্দ

বান্দরবার উপজেলার তমব্রু সীমান্তে থেমে থেমে ভারী গোলাগুলির শব্দ শোনা গেছে।

সোমবার (১৩ নভেম্বর) জেলার ঘুমধুম ইউনিয়নের বাজার পাড়ায় তমব্রু সীমান্তের ওপারে বিকাল থেকে রাত ৭টা পর্যন্ত গোলাগুলির শব্দ শোনা যায়।

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম জানান, ভারী গোলাগুলির শব্দে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী ২০ পরিবারকে নিরপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়। সীমান্তের ওপারে অনেকদিন পর আবারও ভারী গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা বলেন, তমব্রু সীমান্তের ওপারে রাখাইনে গোলাগুলি খবর স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে জেনেছি। এ বিষয়ে আমাদের সীমান্ত বাহিনী কাজ করছে। সীমান্ত বসবাসকারীদের আতঙ্কিত না হতে বলা হচ্ছে।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর