chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

বৈশ্বিক বাজারে দুই সপ্তাহের ব্যবধানে সর্বনিম্ন পর্যায়ে কমেছে সোনার দাম।

মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত বা বাড়ানোর আভাস দেওয়ায় মূল্যবান এ ধাতুর দাম কমেছে।

বুধবার (০৮ নভেম্বর) সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার (০৭ নভেম্বর) স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক সোনার দাম হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৪৮ শতাংশ। প্রতি আউন্সের দাম নির্ধারণ করা হয়েছে ১৯৬৮ ডলার ০৯৮৮ সেন্টে। একই দিনে ফিউচার মার্কেটে ইউএস বেঞ্চমার্ক সোনার মূল্য কমেছে শূন্য দশমিক ৮ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১৯৭৩ ডলার ৫০ সেন্টে। এছাড়া একই দিনে ডলারের মান শূন্য দশমিক ৩ শতাংশ বাঁড়ায় সোনার মূল্য ব্যাপক হারে হ্রাসে পায়।

গেইনসভিল কয়েনের প্রধান বাজার বিশ্লেষক এভারেট মিলম্যান বলেন, কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ানোর প্রত্যাশার ভিত্তিতে সোনার দাম এই স্তরে নেমেছে। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক যত দ্রুত তা কমাবে, ততই বুলিয়ন মার্কেটের জন্য শ্রেয় হবে।

সাধারণত সুদহার কমলে বিনিয়োগকারীদের কাছে সোনার আবেদন বেড়ে যায়। এর ফলে দামও বৃদ্ধি পায়। আর সুদহার বাড়লে আকর্ষণ হারায় মূল্যবান ধাতুটির। ফলে দামও কমে যায়।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর