chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানের জাতীয় নির্বাচন

আগামী ফেব্রুয়ারির ৮ তারিখ অনুষ্ঠিত হবে পাকিস্তানের জাতীয় নির্বাচন। বৃহস্পতিবার (০২ নভেম্বর) রাষ্ট্রপতি আরিফ আলভির সঙ্গে সাক্ষাৎ শেষে এক বিবৃতিতে পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি) এ তথ্য জানায়।

গেল ৯ আগস্ট সংসদ বিলুপ্ত হওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সংকটের সঙ্গে লড়াই করা দেশটিতে।

সংসদ ভেঙে দেওয়ার ৯০ দিনের মধ্যে ভোট হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান নির্বাচন কমিশন বলেছিল, সর্বশেষ আদমশুমারির পর নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণের জন্য সময় প্রয়োজন।

ইসিপি এর আগে জানায়, এটি সাংবিধানিকভাবে বাধ্যতামূলক, সর্বশেষ জনসংখ্যার গণনা অনুসারে নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণের পরেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এই প্রক্রিয়ার জন্য কমপক্ষে চার মাস সময় দরকার।

 

মুন/চখ

 

 

এই বিভাগের আরও খবর