chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন

বান্দরবান জেলার সুয়ালক এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) বোর্ডের অর্থায়নে ১০ কোটি টাকা ব্যয়ে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ নভেম্বর) বিকেলে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে ভবনটি উদ্বোধন করেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেল ডক্টর এম নুরুল ইসলাম, উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সু প্রদীপ চাকমা, ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, পৌর মেয়র মোহাম্মদ শামসুল ইসলাম, জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাসসহ অন্যান্যরা।

এর আগে পার্বত্য মন্ত্রী প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে জেলা পরিষদের অর্থায়নে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের উদ্বোধন করেন। বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বান্দরবান বিশ্ববিদ্যালয় একশতম। ২০১৯ সালে শহরের অস্থায়ী ক্যাম্পাসে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়।

একশ একর এলাকা জুড়ে নির্মিত হয়েছে বান্দরবান বিশ্ববিদ্যালের স্থায়ী ক্যাম্পাস। চিম্বুক পাহাড়ের পাদদেশে সবুজে ভরা এই ক্যাম্পাসে আগামী বছর জানুয়ারি থেকে শুরু হবে বিশ্ববিদ্যালয়েরন সকল কার্যক্রম।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর