chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কর্ণফুলীর ভেল্লা পাড়ায় যাত্রীবাহী বাসে দুর্বৃত্তের আগুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানার ভেল্লাপাড়া ব্রীজ এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সকাল সোয়া ৮টার দিকে এ ঘটনা। আগুনে বাসের চালক মারাত্মকভাবে আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের দাবি, অবরোধকারীরা ভীতি চড়াতে গাড়িটিতে আগুন দিয়েছে।

আজ বুধবার (১ নভেম্বর)  দ্বিতীয় দিনের মতো বিএনপি-জামায়াতের তিনদিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি চলছে।

জানা গেছে, বাসটি পটিয়া থেকে যাত্রী নিয়ে সকালে চট্টগ্রাম নগরের দিকে যাচ্ছিল। ভেল্লাপাড়া ব্রীজ এলাকায় পৌছলে কয়েকজন দুর্বৃত্ত বাসটিতে আগুন ধরিয়া দিয়ে দ্রুত পালিয়ে যায়।

বাসটির মালিক মোহাম্মদ জীবন চট্টলার খবরকে বলেন, আমার সব শেষ হয়ে গেল।  ঋণ নিয়ে বাসটি কিনেছিলাম। এখনও ঋণ শোধ হয়নি।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো.আবদুর রাজ্জাক বলেন, খবর পেয়ে দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন,  যাত্রীবাহী বাসে আগুন দেয়া দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে।

চখ/ফখ

এই বিভাগের আরও খবর