chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম মোটর ফেস্ট ২০২৩-এ ইয়ামাহার যত আয়োজন

আজ ১৯ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত চট্টগ্রামের জিইসি কনভেনশন হলে অনুষ্ঠিত হচ্ছে ‘৬ষ্ঠ চট্টগ্রাম মোটর ফেস্ট ২০২৩’। যেখানে দৃষ্টিনন্দন সব আয়োজন নিয়ে হাজির হয়েছে ইয়ামাহা। বাইক ডিসপ্লে এবং টাচ অ্যান্ড ফিল এক্সপেরিয়েন্স অ্যাক্টিভিটি এই দুইভাগে সাজানো হয়েছে ইয়ামাহার আয়োজন।

এসিআই মটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। বর্তমানে সারাদেশে ইয়ামাহার ১১৬টি সেলস, সার্ভিস ও স্পেয়ার পার্টস ডিলার পয়েন্ট রয়েছে।

মোটর ফেস্টের বিশেষ আকর্ষণে রয়েছে ইয়ামাহার ১০০০ সিসির সুপার স্পোর্টস বাইক আরওয়ানএম। আরওয়ানএম ইয়ামাহার সুপার স্পোর্টস বাইক, মটোজিপির মত বৈশ্বিক রেসিং আসরে দাপিয়ে বেড়ায়। যেটি একবার দেখার জন্য বাইকপ্রেমীদের মাঝে ছিল অন্যরকম উত্তেজনা।

এ ছাড়াও, বাংলাদেশে ইয়ামাহার বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় মোটরবাইক আর১৫ সিরিজের সম্প্রতি বাজারে আসা ১৫৫সিসির আর১৫এম ও আর১৫ ভার্সন ৪.০ এর দুটি নতুন বাইকের প্রতি বাইকপ্রেমীদের উন্মাদনা চোখে পড়ার মত।

ফেস্টে আরও আছে এফজেড-এস, এমটি১৫ ভার্সন ২.০, এফজেডএস ভার্সন ৩.০ ডিলাক্স ও স্যালুটোর মতো জনপ্রিয় বাইকগুলো।

বাইকের টাচ অ্যান্ড ফিল এক্সপেরিয়েন্স দিতে ইয়ামাহার আয়োজনে ছিল টেস্ট রাইড ও স্ট্যান্ট শোর মতো আকর্ষণীয় অ্যাক্টিভিটি।

‘৬ষ্ঠ চট্টগ্রাম মোটর ফেস্ট ২০২৩’-এ উপস্থিত ছিলেন এসিআই মটরস ও ইয়ামাহার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর