chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চবিতে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ

রোববার (১৫ অক্টোবর) বেলা ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ মিনার প্রাঙ্গণে ইসরাইল দ্বারা নির্যাতিত ফিলিস্তিনিদের লড়াইয়ের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেছেন চবির শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

সমাবেশে শিক্ষার্থীদের হাতে ‘ফ্রি ফিলিস্তিন, বাংলাদেশ উইথ ফিলিস্তিন, ফ্রম দ্যা রিভার টু দ্যা সি, ফিলিস্তিন উইল বি ফ্রি’ সংবলিত প্ল্যা-কার্ড দেখা যায়।

গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রাকিব হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বক্তব্য দেন।

বক্তব্যে এক শিক্ষার্থী বলেন, ইসরায়েলিদের ১৯৪৮ সালের পূর্বে কোনো দেশ ছিল না, ছিল না কোনো নির্ধারিত থাকার জায়গা। ফিলিস্তিনিবাসী ইসরায়েলিদের অসহায়ত্ব দেখে ফিলিস্তিনে থাকার জায়গা দিয়েছিল। কিন্তু ইসরায়েল তাদের আশ্রয়দানকারীদের আজ নির্মমভাবে হত্যা করছে। ফিলিস্তিনিদের সম্পদ লুট করা হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়ে তাদের বিতাড়িত করা হচ্ছে। মানবতার ইতিহাসে এত জঘন্যতম গণহত্যা ও অপরাধের নজির খুব কমই আছে। আমরা এ নৃশংসতার প্রতিবাদ জানাই।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর