chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে সমুদ্র উপকূলে জেলা প্রসাশনের অভিযান,মেলেনি জেলে নৌকা

চট্টগ্রাম হয়ে কক্সবাজারের বিস্তীর্ণ সমুদ্র উপকূল দেশে ইলিশ আহরণের অন্যতম কেন্দ্র। ২২ দিনের নিষেধাজ্ঞায় উপকূলে অভিযান চলিয়েছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড ।

শনিবার(১৪ অক্টোবর) সকালে চট্টগ্রামর ১৫ ঘাট থেকে অভিযান পরিচালনা করেন জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন।

এসময় আনোয়ারার পতেঙ্গা প্রান্ত থেকে প্রায় ২০ থেকে ৫০ নটিক্যাল মাইলজুড়ে ২ ঘণ্টা ধরে চলে অভিযান।তবে অভিযানে কোথাও মেলেনি জেলেদের নৌকা।একে সুফল হিসাবে দেখছেন মৎস্য বিভাগ প্রচার আর নিয়মিত অভিযান আর সচেতনতা বাড়ায় নিষিদ্ধ সময়ে এখন আর সাগরে যাচ্ছেন না জেলেরা।

জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটজসিম উদ্দিন বলেন ,অভিযানে কোথাও জেলেদের নৌকা পাওয়া যায়নি। আমরা আশাবাদি নিষেধাজ্ঞায় এসময় টায় সমুদ্র ইলিশ বাড়বে।জেলা প্রসাশনের নিয়মিত অভিযান অবাহত থাকবে।

মৎস্য গবেষণা বিভাগের তথ মতে ২০২১ সালে নিষেধাজ্ঞা মানায় ৫১ শতাংশ মা মাছ ডিম ছাড়ার সুযোগ পায় এতে প্রায় ৪০ হাজার কোটি জাটকা ইলিশে পরিণত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ ও কোস্টগার্ড সদস্যরা।

চখ/জুঈম

এই বিভাগের আরও খবর