chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ডেঙ্গুতে কিশোরের মৃত্যু, আক্রান্ত ১২৪

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে  এক কিশোরের মৃত্যুর তথ্য দিয়েছে সিভিল সার্জনের কার্যালয়। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৭৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১২৪ জন চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২৭ সেপ্টেম্বর ) বিকেলে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সরিফুদ্দিন চৌধুরী (১৮) রাউজান উপজেলার বাসিন্দা। গত রোববার (২৪ সেপ্টেম্বর) হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১২৪ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ১০৬ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১৮ জন রোগী। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজে নতুন ভর্তি রয়েছে ৬১ জন।

এবছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯ হাজার ২৯৫ জন। চলিত মাসে ডেঙ্গুতে আক্রান্ত রোগী মিলেছে ৩ হাজার ৫০৮ জন। গত আগস্টেই ডেঙ্গুতে আক্রান্ত রোগী মিলেছে ৩ হাজার ১১ জন। গত জুলাই মাসেই ডেঙ্গু আক্রান্ত রোগী মিলেছে ২ হাজার ৩১১ জন।

নগরীর সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ৩৮২ জন এবং সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৮ হাজার ৯১৩ জন।

এ ছাড়া এবছর ডেঙ্গুতে ৭৩ জনের মৃত্যু হয়েছে। চলিত মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে ২০ জন। গত আগস্টেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে ২৮ জন। জুলাই মাসেই মারা গেছেন ১৭ জন। মৃত্যু হওয়া বেশিরভাগ রোগী সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।

চখ/এআর

এই বিভাগের আরও খবর