chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাঙ্গুনিয়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১০ শিক্ষার্থী পেল প্রধানমন্ত্রীর উপহারের বাইসাইকেল

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১০ শিক্ষার্থী পেল প্রধানমন্ত্রীর উপহারের বাইসাইকেল।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য এলাকা ব্যতীত) শীর্ষক কর্মসূচির আওতায় এসব দেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী।

প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার।

তিনি বলেন, ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য সরকারি নানা সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। এর আগে ৩২৫ জন শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তি দেওয়া হয়। এ ছাড়া তাদের নিয়মিত ভাতা সুবিধা দেওয়া হচ্ছে। এভাবে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের অর্থ ও দপ্তর সম্পাদক জগলুল হুদা, ইসলামপুর ইউনিয়ন পরিষদের রইস্যাবিলি ওয়ার্ডের সদস্য বিপর্সি তংচংগ্যা প্রমুখ।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর