chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাতকানিয়ায় বন্যার পানিতে নিখোঁজ চারজনের লাশ উদ্ধার

ভয়াবহ পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় সাতকানিয়ায় নৌকা উল্টে ভেসে যাওয়া ৩ শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিন শিশুই স্থানীয় দক্ষিণ চরতি গ্রামের মো. সেলিমের।

বুধবার (৯ আগস্ট) বিকেলে সাতকানিয়ার চরতী ইউনিয়নের দুরদুরি থেকে লাশগুলো উদ্ধার হয়।

মঙ্গলবার সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের দক্ষিণ চরতি গ্রামে নৌকা উল্টে তিন শিশুসহ চারজন নিখোঁজ হন। স্থানীয় ইউপি চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরীর ভাষ্য অনুযায়ী, দক্ষিণ চরতি গ্রাম থেকে নৌকা নিয়ে নারী ও শিশুসহ আটজন পাশের সুঁইপাড়া গ্রামে যাচ্ছিলেন। মাঝপথে পানির স্রোতে নৌকা উল্টে যায়। এতে সবার পানিতে পড়ে গেলেও চারজন নিজেদের রক্ষা করতে সক্ষম হন। কিন্তু তিন শিশুসহ চারজন পানির স্রোতে তলিয়ে যায়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, নৌকা উল্টে পানির স্রোতে ভেসে যাওয়া চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতাহাল শেষে তাদের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

চখ/এআর

এই বিভাগের আরও খবর