chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাঙালি বিচক্ষণ জাতি, দেখে-শুনেই ভোট দেয়: পররাষ্ট্রমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, এবারের জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দর হবে। বাঙালি বিচক্ষণ জাতি, তারা যখন ভোট দেয় দেখে-শুনেই দেয়।

বুধবার (৯ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের গতিপ্রকৃতি’ শিরোনামে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সেমিনার আয়োজন করে বাংলাদেশ স্টাডি ট্রাস্ট (বিএসটি)।

বাংলাদেশে নির্বাচন নিয়ে বহির্বিশ্বের হস্তক্ষেপ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের শখানেক দেশে নির্বাচন হয়েছে গত কয়েক মাসে। ডিসেম্বররের আগে আরও ২২টি দেশের নির্বাচন হবে। ইউএস স্টেট ডিপার্টমেন্ট আর জাতিসংঘ সেসব দেশের নির্বাচন নিয়ে কোনোদিন কথা বলে না। অথচ তারা প্রতিদিন আমাদের নির্বাচন নিয়ে কথা বলে।

প্রধান অতিথির বক্তব্যে মোমেন বলেন,

আমরা দেশে মারামারি-কাটাকাটি চাই না। আমরা দেশে শান্তি ও স্থিতিশীলতা চাই। এই নির্বাচনে শেখ হাসিনাকে যদি আমরা নির্বাচিত করতে পারি তাহলে দেশ এগিয়ে যাবে, নয়তো ২০০১-২০০৬ এর মতো অবস্থা হবে

ইয়েমেনে আল কায়েদার হাতে অপহৃত জাতিসংঘের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) সুফিউল আনামের উদ্ধোরের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ আমাদের সুখের দিন। কারণ আল কায়েদার হাতে জিম্মি একজন সেনা কর্মকর্তাকে দেশে ফিরিয়ে আনতে পেরেছি। এটা সম্ভব হয়েছে সব দেশের সঙ্গে শেখ হাসিনার সুসম্পর্ক থাকার কারণে।’

এ নাগরিক সংলাপে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্ট্যাডি ট্রাস্টের সাধারণ সম্পাদক টিএইচ এম জাহাঙ্গীর। সংগঠনটির সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান লিটুর সঞ্চালনায় সংলাপের টি-নোট উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সাহাদাত হোসেন সিদ্দিকী।

সংলাপে বিএসটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. উত্তম কুমার বড়ুয়ার সভাপতিত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মিল্টন বিশ্বাস, সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব প্রফেসর ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল), ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফারুক শাহ, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সম্পাদক ড. খান আসাদুজ্জামান এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর ব্যাপারী আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

 

 

এই বিভাগের আরও খবর