chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম

বৃষ্টিতে আবারও ডুবল বন্দরনগরী চট্টগ্রাম। রাস্তাঘাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়ি তলিয়ে যাওয়ায় অবরুদ্ধ নগরবাসী। এ ছাড়া জরুরি প্রয়োজনে বের হওয়া লোকজন পড়েছেন ভোগান্তিতে।

আবহাওয়া অফিসের তথ্যমতে শুক্রবার (৪ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

নগরীর বিভিণ্ণ এলা ঘুরে দেখা যায়, পানির নিচে গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলি। পানিতে ডুবে গেছে যানবাহন। জলাবদ্ধতার কোমরসমান পানিতে তলিয়ে গেছে নগরী।ঘর থেকে বের হয়ে বিপাকে সাধারণ মানুষ।

হাসান মাশরুর নামে একজন বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলাম রিকশাওয়ালারা ভাড়া নেয় ৪০ টাকা, কিন্তু আজ দিতে হয়েছে ৭০ টাকা।

এদিকে নগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ রিয়াজউদ্দিন বাজার তলিয়ে গেছে পানিতে। দোকানপাটে পানি ঢুকে নষ্ট হয়ে গেছে কাপড়চোপড় ও মালামাল। কোটি কোটি টাকার ক্ষতি ব্যবসায়ীদের।

মিনহাজ ইসলাম নামে এক কাপড় ব্যবসায়ী জানান, দোকানে অনেক ভারতীয় শাড়ি ছিল। সব পানিতে ডুবে গেছে। এতে অনেক লোকসান হয়েছে।

জলাবদ্ধতা নিরসনে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সিডিএ বলছে, ২০২৫ সাল পর্যন্ত কাজ পুরোপুরি শেষ হতে সময় লাগবে।

চখ/জূঈম

এই বিভাগের আরও খবর