chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টাইগারপাসে ভারী বৃষ্টিতে পাহাড় ধসে যান চলাচল বিঘ্ন

রাতভর টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর লালখান বাজার-টাইগার পাস সড়কের পাশে পাহাড় ধসে রাস্তার একপাশে যানচলাচল বন্ধ হয়ে গেছে।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর অন্যতম প্রধান সড়কটির পাশের পাহাড়ের একাংশ ধসে রাস্তায় একটি মাইক্রোবাসের উপরে পড়ে। তাতে মাইক্রোবাসটি ধসে পড়া মাটিতে আটকে যায়, তবে কেউ হতাহত হননি।

মাইক্রোবাসটির চালক জীবন বলেন, “সকালে আমি বহদ্দারহাট থেকে গাড়ি নিয়ে আগ্রাবাদ যাচ্ছিলাম। হঠাৎ করে একটা বিকট শব্দ হয়।

“দেখি পাহাড় ভেঙে পড়ছে। একটা বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ল। একটা গাছ দুই টুকরো হয়ে গেল। মাটি এসে আমার গাড়ি চেপে ধরল। আমি তখন ছিটকে গাড়ি থেকে বাইরে পড়ে যাই। গাড়িতে আমি একাই ছিলাম।”

পাহাড় ধসের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল। তারা ধসে পড়া মাটি সড়ক থেকে সরানোর চেষ্টা করছে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, পাহাড়ের মাটি ধসে পড়ার দ্বিমুখী ওই সড়কের লালখান বাজার থেকে টাইগার পাসগামী অংশে যান চলাচল বন্ধ রয়েছে। তবে বিপরীতমুখী লেইনে যানবাহন চলাচল করছে।
স্থানীয়রা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও সড়ক বিভাগ সড়ক থেকে মাটি সরালে তিন ঘণ্টা পর যান চলাচলের উপযোগী হয়ে উঠে।

বৃহস্পতিবার দৈনিক আবহাওয়া সতর্কবার্তায় চট্টগ্রামে পাহাড় ধসের কোনো সতর্কতা জারি করা হয়নি।

এই বিভাগের আরও খবর