chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কাফনের কাপড় গায়ে আমরণ অনশনে শিক্ষকরা

কাফনের কাপড় পরে আমরণ অনশন শুরু করেছেন মাধ্যমিকের এমপিওভুক্ত শিক্ষকরা। তাদের দাবি, বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ।

আজ মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি শুরু করেন তারা।

পল্টন থেকে হাইকোর্ট অভিমুখী সড়কের কদম ফোয়ারা পর্যন্ত রাস্তার একপাশ বন্ধ করে কঠোর এ কর্মসূচি শুরু করেছেন শিক্ষকরা।

গত ১১ জুলাই মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা।

টানা ২১ দিন অবস্থান কর্মসূচি করেও সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়ায় ১ আগস্ট থেকে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দেন তারা। সেই ঘোষণা অনুযায়ী আজ থেকে শুরু হলো শিক্ষকদের আমরণ অনশন।

শিক্ষক নেতারা যেকোনো ভাবেই হোক প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান। তাদের বিশ্বাস প্রধানমন্ত্রী তাদের বিমুখ করবেন না। রোদ-বৃষ্টির মধ্যে প্রায় একমাস রাজপথে থেকে শূন্য হাতে ফিরতে চান না শিক্ষকরা।

চখ/জুইম