chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কানাডায় দাবানল: পুড়ছে লাখ লাখ হেক্টর জমি

কানাডায় চলছে দাবানলের মৌসুম। কোনোভাবেই উত্তর আমেরিকা অঞ্চলের আগুন নিয়ন্ত্রণে আসছে না। দাবানল নিয়ন্ত্রণে আনতে কাজ করছে শত শত দমকলকর্মী। এরই মধ্যে খবর এসেছে দ্বিতীয় দমকলকর্মীর মৃত্যুর।

সোমবার (১৭ জুলাই) উত্তর আমেরিকার বহু শহরে ভয়াবহ আগুন দেখা গেছে। পুরো কানাডাজুড়ে সক্রিয় রয়েছে অন্তত ৮৮৩টি দাবানল। যার মধ্যে ১৫টি নতুন। এরমধ্যে ৫৮০টিকে নিয়ন্ত্রণের বাইরে বলে বিবেচনা করা হয়েছে।

২০২৩ সালের প্রথমার্ধে কানাডায় প্রায় এক কোটি হেক্টর জমি পুড়ে গেছে। যা ১৯৯৫ সালের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

কানাডিয়ান কর্মকর্তারা নিশ্চিত করেছেন শনিবার উত্তর-পশ্চিম অঞ্চলে আগুনের সঙ্গে লড়াই করতে যেয়ে একজন দমকলকর্মী মারা গেছেন।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো রোববার টুইট করে জানিয়েছেন, উত্তর-পশ্চিম অঞ্চলগুলোর খবরে আমি অবিশ্বাস্যভাবে দুঃখিত কারণ দাবানলের বিরুদ্ধে লড়তে গিয়ে আরও একজন দমকলকর্মী প্রাণ হারিয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার ব্রিটিশ কলোম্বিয়ায় একজন দমকলকর্মীর মৃত্যু হয়। তার বয়স ছিল ১৯ বছর।

কানাডিয়ান সশস্ত্র বাহিনী ও কানাডিয়ান কোস্ট গার্ডকে অগ্নিনির্বাপণ প্রচেষ্টাকে সহায়তা করার জন্য সক্রিয় করা হয়েছে।

কানাডায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল হলো ব্রিটিশ কলোম্বিয়া। সেখানে এখনো ৩৭৩ জায়গায় দাবানল সক্রিয় রয়েছে। এরপরে রয়েছে কুইবেকের অবস্থান। সেখানে ১০৮টি স্থানে দাবানল দেখা গেছে।

মআ/চখ

 

 

এই বিভাগের আরও খবর