chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মাঝিরঘাটের সল্ট মিলে জেলা প্রশাসনের অভিযান

আসন্ন ঈদুল আযহায় কোরবানির পশুর চামড়া প্রক্রিয়াজাতকরণের ও ভোজ্য লবণের নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে মাঝিরঘাটের সল্ট মিলগুলোতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ জুন) বেলা দেড়টা থেকে বিকেল সোয়া তিনটা পর্যন্ত এ অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুসাইন মুহাম্মদ।

২০২৩ সালে বাংলাদেশে রেকর্ড পরিমাণ ২২ লাখ ৩৩ হাজার মেট্রিক টন লবণ উৎপাদিত হয়েছে যা পুরো দেশের চাহিদার প্রায় কাছাকাছি পরিমাণ। এরপরেও মাঝিরঘাটের সল্ট মিল এলাকার লবণ কারখানা গুলোর মিল গেইটে লবণের দাম বিগত ২০২২ সালের তুলনায় বস্তাপ্রতি (৫০ কেজির বস্তা) ১০০-১৫০ টাকা বেশি৷

অধিকাংশ মিল মালিক জানান যে, কক্সবাজারের মাঠ পর্যায় থেকে আরো বেশি পরিমাণে অপরিশোধিত লবণ এর পরিবহণ প্রয়োজন।

অভিযানে উপস্থিত বিসিক,চট্টগ্রাম অঞ্চলের ডিজিএম জনাব নিজাম উদ্দিনের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কক্সবাজারে মাঠ পর্যায়ে এখনো এ মৌসুমে পড়ে থাকা ৬.৫ লাখ মেট্রিক টন অপরিশোধিত লবণ নিয়মিতভাবে পর্যাপ্ত পরিমাণে পরিবহনের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন।

অভিযানে কবির সল্ট মিল, মেসার্স মালেক সন্স, মদিনা সল্ট সহ প্রায় ১৫ টির মতো সল্ট মিল পরিদর্শন করা হয়েছে।

চখ/আরএস

এই বিভাগের আরও খবর