chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আক্রান্তে যুক্তরাজ্যকে ছাড়াল ভারত

করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যায় বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে উঠে এলো ভারত। দেশটিতে আক্রান্ত মানুষের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে।

ভারতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ১১ হাজার ৭৭৫ জন। ফলে, ভারতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৯ হাজার ৩৬০ জন।

আক্রান্তে এতোদিন চতুর্থ স্থানে ছিল যুক্তরাজ্য। ভারতের ওপর রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়া। তবে এশিয়ায় করোনায় আক্রান্ত এবং মৃত্যুতে শীর্ষে ভারত।

ভারতে করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যেই আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ১৪১ জন। দ্বিতীয়তে আছে তামিলনাড়ু। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৬৯৮ জন।

তৃতীয় দিল্লিতে এখন পর্যন্ত ৩৪ হাজার ৬৮৭ জন করোনা রোগীর সন্ধান পাওয়া গেছে।

এই বিভাগের আরও খবর