chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় ১ শ্রমিকের মৃত্যু

1 worker died in shipwreck factory in Sitakunda

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফোর স্টার জাহাজ ভাঙার কারখানায় এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শাহাব উদ্দিন উঠানের কাটারম্যান ছিলেন। তার বাড়ি উপজেলার বড় কুমিরা পাড়ায়। একই দিনে মোশাররফ হোসেন নামে আরেক কর্মচারী আহত হন। তাকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নোয়াখালী জেলার পেশকারহাট, কোম্পানীগঞ্জে তার বাড়ি।

চট্টগ্রামের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক আবদুল্লাহ আল সাকিব মুবাররাত বলেন, আমি যা পেয়েছি, তাতে একজন শ্রমিক নিহত ও আরেকজন আহত হয়েছেন। মালিকের মতে ভাত খাওয়ার সময় তারা মাথায় পড়ে যায় বলে অভিযোগ। পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার  একজনকে মৃত ঘোষণা করেন ।’

তিনি আরও বলেন, ‘শ্রমিকের মৃত্যুর কারণ তদন্তে আগামীকাল আমরা ইয়ার্ডে যাব। ময়নাতদন্তের রিপোর্টে শ্রমিকের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তারপর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমদ বলেন, ঘটনা দুপুরে ঘটলেও আমরা বিকেলে খবর পেয়েছি। একটি টিম ইয়ার্ডে পাঠিয়েছি। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাহাজ ভাঙা মালিকদের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) সহকারী সচিব নাজমুল হাসান বলেন, শ্রমিকের মৃত্যুর প্রকৃত কারণ জানতে কাজ চলছে।

কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক নুর উদ্দিন রুবেল বলেন, জাহাজ থেকে একজন শ্রমিক মাথা ঘুরে পড়ে যাওয়ার সময় আরেকজন তাকে ধরতে গেলে দুজনেই পড়ে গিয়ে আহত হন। এদের একজন হাসপাতালে নেওয়ার সময় মারা যান। শ্রমিক আইন অনুযায়ী নিহত ও আহতকে আমরা আর্থিক সহায়তা দেব।

চখ/জুইম

In Sitakunda, Chittagong, a worker was slain in a four-star shipbreaking plant. The occurrence took place on Monday afternoon.

Shahab Uddin, the deceased, worked as a yard cutter. His home is in the upazila’s Bara Kumira Para. On the same day, Mosharraf Hossain, another employee, sustained injuries. He has been taken to a Chittagong private hospital. Companyganj, Peshkarhat, Noakhali district is where he resides.

The deputy inspector general of the factories and institutions inspection department in Chittagong, Abdullah Al Saqib Mubarrat, stated, “What I found was that one worker was killed and another was injured.” They trip over their heads while eating rice, the owner claims. When they were later brought to the hospital, the doctor pronounced one of them dead.

ck/jim

এই বিভাগের আরও খবর