chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চসিকের খান খনন প্রকল্পের ক্ষতিপূণ পেল ৪৩ জন

নগরের জলাবদ্ধদা নিরসনের চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বাস্তবানাধীন খাল খন প্রকল্পে ক্ষতিগ্রস্থ দুটি প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্থ আর্থিক সহায়তা হিসেবে ১৭ কোটি টাকা দিয়েছে জেলা প্রশাসন। নগরের বহদ্দারহাট বাড়ইপাড়া হতে কর্ণফুলী নদী পর্যন্ত সংযোগ খাল খনন’প্রকল্প এবং নগরের বিভিন্ন ওয়ার্ডের সড়ক নেটওয়ার্ক উন্নয়ন এবং বাস/ট্রাক টার্মিনাল নির্মাণ” প্রকল্প বাস্তবায়নের জন্য অধিগ্রহণ করা জমির মালিকরা এই সহায়তা পান।

শনিবার (২০মে) চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ক্ষতিগ্রস্থ ৪৩ জনের হাতে চেক তুলে দেন। এসময় তিনি বলেন, চট্টগ্রামে জেলা প্রশাসনে মধ্যস্বত্বভোগীদের কোনো স্থান নেই। প্রকল্পের কারণে কেউ ক্ষতিগ্রস্থ হলে দালাল বা কোনো মধ্যস্বত্ব ভোগীর কাছে না গিয়ে সরাসরি এল. এ. শাখায় আবেদন করেন। সেখানে দ্রুততম সময়ে ক্ষতিপূরণ পাবেন। কোনো সমস্যায় পড়লে জেলা প্রশাসনের কার্যালয়ে যোগাযোগ করুন।

চেক বিতরণের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মো. আবু রায়হান দোলন, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এহসান মুরাদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরকে/

এই বিভাগের আরও খবর