chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বৃষ্টির জন্য পটিয়ায় সালাতুল ইসতিসকার নামাজ আদায়

তীব্র তাপদাহ অনাবৃষ্টিতে মহান আল্লাহর রহমত কামনায় চট্টগ্রামের পটিয়ায় আল জামেয়াতু আরাবিয়াতুল জিরি মাদরাসায় সালাতুল ইসতিসকা আদায়।

আজ বুধবার (১০ মে) সকালে জিরি মাদরাসা মাঠে বিশেষ নামাজে মাদরাসার ছাত্র, শিক্ষক শত শত গ্রামবাসী মুসল্লীগণ অংশগ্রহন করে।

সেই নামাজে ইমামতি করেন জিরি মাদরাসার মুহাদ্দিস মুফতী শহিদুল্লাহ দৌলতপুরী। নামাজ শেষে তিনি অনাবৃষ্টি থেকে মুক্তি ও সকল বালা মসিবত থেকে রক্ষার মহান আল্লাহর রহমত কামনা করে বিষেশ মোনাজাত করেন।

এ সময় জিরি মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা খোবাইব বিন তৈয়ব উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে বলেন, দীর্ঘদিন ধরে অনাবৃষ্টির পাশাপাশি তীব্র তাপদাহের কারণে জনজীবন প্রায় বিপন্ন হয়ে পড়েছে। এমতাবস্থায় সাধারণ মানুষ পানির জন্য খুব বিপদগ্রস্ত হয়ে পড়েছেন। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ্ এই সালাত আদায় করার জন্য বলেছেন। এ ভাবে সালাত আদায়ের মধ্যদিয়ে আল্লাহর রহমত কামনা করা সুন্নত।তাই আমরা সকলে একত্র হয়ে এ নামাজ আদায় করেছি।

তিনি সবাইকে আল্লাহর কাছে বেশি বেশি ইসতেগফার করার জন্য বিশেষ অনুরোধ করেন ও উপস্থিত সবাইকে মোবারকবাদ জানান।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর