chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

স্ত্রীসহ করোনায় আক্রান্ত বাকলিয়ার এসি-ল্যান্ড

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসান স্ত্রীসহ করোনায় আক্রান্ত হয়েছেন। 

মঙ্গলবার (৯ জুন) মধ্যরাতে চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটি ল্যাবের প্রকাশিত ফলাফলে তাদের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে বলে জেলা প্রশাসনের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
জ্বরে আক্রান্ত হওয়ায় ৪ জুন নমুনা দিয়ে গতরাতে ফলাফল পেয়েছেন আশরাফুল হাসান ও তার স্ত্রী। আপাতত তাদের শরীরে করোনার কোন লক্ষণ নেই বলে জানা গেছে।
করোনাভাইরাস সঙ্কটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা ও ত্রাণ পৌঁছে দেওয়াসহ করোনার বিস্তাররোধে সক্রিয় ছিলেন বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসান। একই দিন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম আছিয়াখাতুনের শরীরেও করোনা শানাক্ত হয়েছে। এক সপ্তাহ আগে থেকে তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন। তবে বর্তমানে তার শরীরে করোনার কোন লক্ষণ নেই, মোটামুটি সুস্থ।।

এই বিভাগের আরও খবর