chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে সাড়ে ৬ কোটি টাকা খেলাপী: ওসমান দম্পতির কারাদণ্ড

চট্টগ্রাম সাড়ে ৬ কোটি টাকার ঋণখেলাপী মামলায় ব্যবসায়ী দম্পতির পাঁচ মাস সাজা দিয়েছেন আদালত।

আজ রোববার চট্টগ্রাম অর্থঋণ আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

দণ্ডিতরা হলেন- ওসমান গণি চৌধুরী ও তার স্ত্রী মিসেস সারা তানভী। তারা চট্টগ্রাম নগরের খুলশী আবাসিক এলাকার ৩ নম্বর রোডের বনান্ত হাউস নম্বর ডি-১ এর বাসিন্দা।

এ দম্পতি মেসার্স তোহা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী বলে জানিয়েছেন ব্যাংকের আইনজীবী এনাম চৌধুরী। তিনি জানান, আগামী ৮ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য্য করেছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর ওয়ান ব্যাংক ছয় কোটি ৩৯ লাখ ৪৯ হাজার ৯০১ টাকা আদায়ের দাবিতে তাদের নামে মামলা করে। ডিক্রিকৃত টাকার বিপরীতে বন্ধকী সম্পত্তি নিলামে বিক্রয়ের জন্য বিজ্ঞপ্তি প্রচারিত হলেও ঋণখেলাপীদের আবেদনে নিলাম কার্যক্রম স্থগিত রাখা হয়। শর্ত মোতাবেক টাকা পরিশোধেরও সুযোগ দেওয়া হয়। কিন্তু পদে পদে শর্ত ভঙ্গ করায় ২০২২ সালের ২৪ মে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

চখ/জুঈম

এই বিভাগের আরও খবর