chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মহানগরীতে ৪টার পর দোকান খোলা, মামলা-জরিমানা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর নির্দেশনা অমান্য করে বিকাল ৪টার পর দোকান খোলা রাখায় বেশ কয়েকটি দোকানকে জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত

মঙ্গলবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত নগরীর বন্দর, ইপিজেড থানায় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার। অভিযানের বিষয়ে তিনি বলেন, নগরীতে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত খাবারের দোকান ও শপিং মল খোলা রাখার নির্দেশনা থাকলেও ইপিজেড এলাকার বে শপিংমলসহ বেশ কয়েকটি দোকান সে নির্দেশনা না মেনে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার বলেন, সেখানে বনফুল, সিজল মিষ্টির দোকান ৬টা পর্যন্ত খোলা রেখে আইন অমান্য করেছে।

এছাড়াও খাবারের দোকানে পার্সেল বিক্রি করার নির্দেশনা থাকলেও বে শপিংমলের কিছু খাবারের দোকানে ক্রেতাদের অবস্থান করে খাবার পরিবেশন করেছে। এছাড়াও বিকাল ৪ টার পর সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় বে শপিংমল এর বিভিন্ন দোকান সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে ৭টি মামলা করা হয় এবং ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এই বিভাগের আরও খবর