chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মিরসরাইয়ে দুর্গম পাহাড়ে পথহারা ৬ পর্যটককে উদ্ধার করল পুলিশ

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে মিরসরাই উপজেলাস্থ খৈয়াছড়া ঝর্ণার দুর্গম পাহাড়ে পথহারা ৬ পর্যটককে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৯টায় পাহাড়ের ভেতরে প্রায় ২ ঘণ্টার বেশি সময় অভিযান পরিচালনা করে তাদের উদ্ধার করা হয়।

ঘটনায় উদ্ধারকৃত পর্যটকরা হলেন- ঢাকা জেলার মিরপুর শেওরাপাড়া এলাকার মোতালেব হোসেনের ছেলে মো. আল আমিন (১৮), আমির হোসেনের ছেলে মুকিদ আহম্মদ শুভ্র (১৭), আব্দুর রাজ্জাকের ছেলে ওমর ফারুক (১৮), মহিউদ্দিন দেওয়ানের ছেলে নাঈম আহম্মদ তামিম (২০), পশ্চিম শেওরাপাড়া এলাকার মো. তোফাজ্জেল হোসেনের ছেলে তানভীর হাসান (২০), মো. শামছুদ্দিন বেপাড়ীর ছেলে আনিছুর রহমান অনিক (১৮)।

নিশ্চিত করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে পর্যটক আটকে পড়ার খবর পেয়ে পাহাড়ের ভেতর প্রায় ২ ঘণ্টা অভিযান চালিয়ে ৬ পর্যটককে উদ্ধার করেছি। তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর