chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জেলা প্রশাসনের ঈদ উপহার পেল ৩৫৪ শিশু

সুবিধাবঞ্চিত ৩৫৪ জন শিশুর মাঝে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদের উপহার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) দুপুরে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে এসব শিশুদের উপহার তুলে দেওয়া হয়।

নগরের রউফাবাদে সরকারি শিশু পরিবার বালিকা, মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান, সরকারি শিশু পরিবার বালক পটিয়ার শিশুরা এসব উপহার পান। ঈদের নতুন পোশাক পেয়ে সুবিধাবঞ্চিত শিশুরা আনন্দে মেতে উঠে। ক্ষণিকের জন্য হলেও পরিবার থেকে দূরে থাকার কষ্ট ভুলে যায়।

এসময় উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) রাকিব হাসান, চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফরিদুল আলম,রেভিনিউ ডেপুটি কালেক্টর নু-এমং মারমা মং ও সরকারি শিশু পরিবার (বালিকা)রৌফাবাদের উপতত্ত্বাবধায়ক তানজিনা আফরিন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান বলেন, বর্তমান সরকারের লক্ষ্য কোনো শিশু যেন খাদ্য,শিক্ষা, চিকিৎসা ও তার অধিকার থেকে বঞ্চিত না হয়। সরকার শিশুদের শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করছে। সমাজসেবা চট্টগ্রামের আওতাধীন এই সুবিধা বঞ্চিত শিশুরা যেন ঈদে পরিবার থেকে দূরে থাকার কষ্ট ভুলে যায় তার জন্যই আজকের এই আয়োজন। তারা যেন দ্বিগুণ উৎসাহে পড়াশোনা করে আগামী দিনে দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠে।

আরকে/চখ

এই বিভাগের আরও খবর