chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি। সোমবার সাবেক এই প্রধানমন্ত্রীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি নিজ বাসভবনে সেলফ আইসোলেশনে রয়েছেন। এছাড়া করোনা পজিটিভ হয়েছেন ইমরান সরকারের রেলমন্ত্রী শেখ রসিদ আহমেদ।

পিএমএল-এন এর মুখপাত্র মরিয়ম আরঙ্গজেব এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শহীদ খাকান আব্বাসি করোনা পজিটিভ এবং নিজ বাসায় কোয়ারেন্টাইনে আছেন। এছাড়া তার পরিবারের অন্যান্য সদস্যদের করোনা পরীক্ষা করা হচ্ছে বলে জানান তিনি।

তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দুর্নীতির অভিযোগে শীর্ষ আদালত কর্তৃক অযোগ্য ঘোষিত হলে ২০১৭ সালের আগস্ট থেকে ২০১৮ সালের মে মাস পর্যন্ত আব্বাসি পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন।

পাকিস্তানে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। গত দুই দিন ধরে পাঁচ হাজার করে করোনা রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩ হাজার ৬০১ জন। মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৬৭ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৩৪ হাজার ৩৫৫জন।

এই বিভাগের আরও খবর