chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে হত্যা,২০ বছর পর গ্রেফতার

চট্টগ্রামে ছিনতাই করতে গিয়ে জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলার ২০ বছর পর মো. আজম (৪২) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ সোমবার (১৭ এপ্রিল) ভোররাতে চট্টগ্রামের হাটহাজারী থানার চারিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আজম ওই এলাকার প্রয়াত দেলোয়ার হোসেনের ছেলে।

র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জাগো নিউজকে বলেন, ২০০৩ সালের নভেম্বর মাসে হাটহাজারীর মোহাম্মদপুর এলাকায় জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। পরে ভিকটিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় প্রধান আসামি মো. আজমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

ঘটনার পর থেকে প্রায় ২০ বছর আত্মগোপনে থাকার পর ১৭ এপ্রিল রাতে আজমকে হাটহাজারীর চারিয়া এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর