chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

যুক্তরাষ্ট্রে আক্রান্ত ২০ লাখ ছাড়াল

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্তের তালিকায় যোগ হয়েছে ১৮ হাজার ৯০৫ জন। এতে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৭ হাজার ৪৪৯ জনে দাঁড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে ৩৭৩ জন করোনাক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার ৪৬৯ জনে। আর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন প্রায় ৭ লাখ ৬২ হাজার মানুষ।

নিউইয়র্কে আক্রান্ত ৪ লাখে কাছাকাছি। যেখানে ৩০ হাজার ৪৪২ জন মানুষের প্রাণ কেড়েছে করোনা। দ্বিতীয় স্থানে থাকা নিউ জার্সিতে আক্রান্ত ১ লাখ সাড়ে ৬৬ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ১২ হাজার ২১৬ জনের মৃত্যু হয়েছে।

ক্যালিফোর্নিয়ায় সংক্রমণ ১ লাখ প্রায় ৩২ হাজার, প্রাণহানি ৪ হাজার ৬৫৩ জন। ইলিনয়সে আক্রান্ত ১ লাখ ২৮ হাজারের কাছাকাছি, মৃত্যু হয়েছে ৫ হাজার ৯০৪ জনের।

সংক্রমণ ১ লাখ সাড়ে ৩ হাজারে পৌঁছেছে ম্যাসাসুয়েটসসে, যেখানে প্রাণহানি ঘটেছে ৭ হাজার ৩১৬ জনের। করোনার সংক্রমণ ৮০ পেরিয়েছে পেনসিলভেনিয়ায়। প্রাণ গেছে সেখানে ৬ হাজারের বেশি মানুষের।

এই বিভাগের আরও খবর