chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চৌমুহনীতে বাসের ধাক্কায় রিকশাচালকসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় এক রিকশাচালক ও দুই পথচারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেল পৌণে ৬টার সময় নগরীর পাঠানঠুলী চৌমুহনী মোড়ে দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তার নাম আব্দুল মান্নান (৩৩), তিনি রিকশা চালক। বাকি দুজনের পরিচয় তাৎক্ষনিক জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী পথচারী মো. জুয়েল জানান, নগরীর ডবলমুরিং থানাধীন চৌমুহনী মোড়ে দ্রুতগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের অপর এক রিকশাকে ধাক্কা দেয়।

এতে রিকশাচালক ও দুজন পথচারী আহত হয়। তাদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়।

তথ্যটি নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় নগরীর ডবলমুরিং থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে নিয়ে আসে পথচারী এক যুবক।

আহতদেরকে ক্যাজুয়ালিটিতে ভর্তি করে চিকিৎসা দিচ্ছেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর