chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বন্দরের বহির্নোঙরে সাগরে নিখোঁজ সেই চীনা প্রকৌশলীর সন্ধান মেলেনি

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে চীনের একটি জাহাজ থেকে সাগরে পড়ে নিখোঁজ সেই প্রকৌশলীর এখনো সন্ধান মেলেনি।

বুধবার (২৯ মার্চ) রাত পর্যন্ত বন্দর কর্তৃপক্ষ ও কোস্টগার্ড তল্লাশি চালায়। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল পর্যন্তও তার কোনো সন্ধান মেলেনি বলে জানান চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক।

এর আগে মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে বন্দরের বহির্নোঙরের আলফা অ্যাংকরেজে এ ঘটনা ঘটেছে।

নিখোঁজ জ্যাংক মিন ইয়ান (৪১) চীনের নাগরিক। তিনি চীনের পতাকাবাহী ‘এমভি ক্যাং হুয়ান’ জাহাজের প্রধান প্রকৌশলী।

এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানান, আলফা অ্যাংকারেজে অবস্থান করা জাহাজটিতে নিরাপত্তা মহড়া চলছিল। এরই মধ্যে মঙ্গলবার বিকেলে ১৬ নাবিকসহ একটি লাইফবোট সাগরে পড়ে যায়। ১৫ নাবিক উদ্ধার হলেও প্রকৌশলী জ্যাংক সাগরে তলিয়ে যান।

নিখোঁজ প্রকৌশলী জ্যাংক মিন ইয়ানকে উদ্ধারে বন্দর কর্তৃপক্ষ ও কোস্টগার্ড বুধবার রাত পর্যন্ত তল্লাশি চালায়, তবে তার কোনো খোঁজ মেলেনি।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর