chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জামালখানের ইভান হত্যায় জড়িত আসামি ধরা পড়ল পটিয়ায়

চট্টগ্রাম নগরীর জামালখানে ছাত্রলীগ নেতা আসকার বিন তারেক ইভান হত্যা মামলার এজাহারনামীয় আসামি শ্রাবণ দে (২০)কে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (০৮ ফেব্রুয়ারি) রাতে পটিয়া থানা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। শ্রাবণ পটিয়া উপজেলার ধলঘাট করনখাইন গ্রামের সাধুর বাড়ির বাসিন্দা মৃত অজিত দে এর ছেলে।

গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির। তিনি বলেন, জামালখানে ইভান হত্যাকান্ডে জড়িত এজাহারভুক্ত আসামি শ্রাবণের অবস্থান নিশ্চিত হয়ে পটিয়া থানা পুলিশের সহযোগীতায় অভিযান চালানো হয়।

বুধবার রাত সোয়া দশটার দিকে পটিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আজ বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করবেন বলে জানান ওসি।

উল্লেখ্য : গত বছরের ২২ এপ্রিল রাতে দুই কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে নিহত হয় ইভান।
ইভান কোতোয়ালী থানাধীন এনায়েত বাজার এলাকার বাসিন্দা এস এম তারেকের ছেলে এবং বিএএফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

হত্যাকােণ্ডর পরদিন তার বাবা সৈয়দ মোহাম্মদ তারেক বাদি হয়ে কোতোয়ালী থানায় ৮ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলায় এ পর্যন্ত ৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর