chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আবারও দূষিত শহরে শীর্ষে ঢাকা

দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষ স্থানে উঠে আসছে রাজধানী ঢাকা। এর আগে গত শুক্র ও শনিবার বায়ুদূষণে দূষিত শহরের তালিকায় শীর্ষ স্থানে ছিল ঢাকা। তবে গতকাল রবিবার (২২ জানুয়ারি) বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল ঢাকা। আর প্রথম অবস্থানে ছিল ভারতের দিল্লি, যা বিপজ্জনক বলে ধরা হয়।

বায়ুদূষণ নিয়ে সারাক্ষণ তথ্য হালনাগাদ করা ওয়েবসাইট একিউএয়ার ডটকমে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দেখা যায়, ঢাকার পরে রয়েছে ভারতের দুই শহর দিল্লি ও মোম্বাই। তাদের স্কোর যথাক্রমে ২৭০ ও ১৮৬। এর পরে রয়েছে কিরগিজস্তানের রাজধানী বিশবেক (১৭৬)। পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে চীনের দুই শহর উহান ও চংগিং। তাদের স্কোর যথাক্রমে ১৭৫ ও ১৭৩।

বায়ু বিশেষজ্ঞরা মতে, স্কোর ১০১-২০০-এর মধ্যে থাকলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে চিহ্নিত করা হয়। শূন্য থেকে ৫০ পর্যন্ত ‘ভালো’। ৫১-১০০ ‘মোটামুটি’, ১০১-১৫০ পর্যন্ত ‘সতর্কতামূলক’, ১৫১-২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০-এর মধ্যে থাকা একিউআই মাত্রাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। আর ৩০১-এর বেশি স্কোরকে বলা হয় ‘বিপজ্জনক’ বা দুর্যোগপূর্ণ।

নচ/চখ

এই বিভাগের আরও খবর