chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জাম্বিয়ায় রাস্তার পাশে মিললো ২৭ অভিবাসীর মরদেহ

আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ জাম্বিয়ার রাজধানী লুসাকার একটি সড়কের পাশ থেকে ২৭ ইথিওপিয়ান অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া এ ঘটনায় উদ্ধার হওয়া জীবিত একজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, দক্ষিণ আফ্রিকায় যেতে চাওয়া অভিবাসীদের জন্য জাম্বিয়া একটি ট্রানজিট পয়েন্ট। এসব অভিবাসীর অধিকাংশই হর্ন অব আফ্রিকার।

পুলিশের মুখপাত্র ড্যানি এমওয়াল জানান, রবিবার ( ১২ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৬টার দিকে বাসিন্দারা মরদেহগুলো দেখতে পায়। তিনি বলেন, পুলিশের ধারণা অভিবাসীরা ইথিওপিয়ার নাগরিক।

ট্রানজিটের সময় তারা শ্বাসরোধে মারা গিয়ে থাকতে পারেন বলেও জানান ড্যানি এমওয়াল।

এক বিবৃতিতে পুলিশ জানায়, তাদের প্রাথমিক তদন্ত অনুযায়ী, মোট অভিবাসীর সংখ্যা ২৮ জন। তাদের সবাই ২০ থেকে ৩৮ বছর বয়সী পুরুষ। অজ্ঞাত কেউ তাদের সড়কের পাশে ফেলে রেখে গেছেন। তাদের মরদেহ জাম্বিয়া ইউনিভার্সিটি টিচিং হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। সূত্র : বিবিসি

মআ/চখ

 

এই বিভাগের আরও খবর