chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অসুস্থ পুতিন সিঁড়ি থেকে পড়ে গেছেন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পর্কে নানা ধরনের খবর রটছে। আর সবশেষ খবর হলো, তিনি বাড়ির সিঁড়িতে পড়ে গেছেন।

 

একটি টেলিগ্রাম চ্যানেল জানিয়েছে, পুতিন তার সরকারি বাসভবন থেকে নামতে গিয়ে পড়ে যান। এতে তার টেইলবোনে আঘাত লাগে।

যুক্তরাজ্যের টেলিগ্রাম চ্যানেল জানিয়েছে, গত মাসে কিউবার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার সময় পুতিনের হাত কাঁপছিল এবং হাতের রং ছিল বেগুনি। তিনি ঠিকভাবে পা-ও ফেলতে পারছিলেন না।

 

এদিকে এক সাবেক ব্রিটিশ গুপ্তচর বলেছেন, ৭০ বছর বয়সী রুশ প্রেসিডেন্ট গুরুতর অসুস্থ। ইউক্রেনে যা হচ্ছে, তার সঙ্গে পুতিনের অসুস্থতার যোগ রয়েছে।

 

পুতিনের ঘনিষ্ঠ এক নেতাও বলেছেন, প্রেসিডেন্ট গুরুতর অসুস্থ। তার ব্লাড ক্যান্সার হয়েছে।

তবে পুতিনের গুরুতর অসুখ হয়েছে বলে পশ্চিমা গণমাধ্যমে বহুদিন ধরেই প্রচার হচ্ছে। ২০১৪ সালে পুতিনের মুখপাত্র বিষয়টিকে নিয়ে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছিলেন।

সূত্র : ডয়চে ভেলে

এই বিভাগের আরও খবর