chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ওএমএসের চাল কিনতে গিয়ে লাইনের মধ্যে প্রাণ গেল নারী

চট্টগ্রামের সীতাকুণ্ডে ওএমএসের চাউল কিনতে গিয়ে লাইনের মধ্যে অসুস্থ হয়ে শিখা মালাকার (৫০) নামের এক নারী নিহত হয়েছেন।

আজ সোমবার সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড মহাদেবপরের ভোলাগিরি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে ডিলার গোলাম রব্বানীর এমএসের চাউলের গোড়াউনের সামনে দেড় শতাধিক নারী জড়ো হয়ে সোমবার ভোর থেকে অপেক্ষা করতে থাকেন।

সকাল ৯টা থেকে যথা নিয়মে চাল দেয়া শুরু করলে লাইনের মধ্যে হুড়াহুড়ি শুরু হয়। এ সময় চাল সংগ্রহ করতে যাওয়া শিখা মালাকার হুড়াহুড়ির চাপে অসুস্থ হয়ে ঘটনাস্থলে নিহত হন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: নুর উদ্দীন রাশেদ বলেন, ‘ লাইনে দাঁড়ানো হড়াহড়ির মধ্যে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালে তাকে আমরা মৃত অবস্থায় পাই।’

ডিলার গোলাম রব্বানী ও আওয়ামী লীগ নেতা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমাদের ওএমএসের চাল দেয়ার কথা সকাল ৯টা থেকে কিন্তু নারীরা ভোর থেকে লাইন ধরে থাকেন। লাইনে থাকায় ধাক্কার মধ্যে পড়ে শিখা মালাকার অসুস্থ হয়ে পড়েন। এ এসময় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

সীতাকুণ্ড পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হারাধন চৌধুরী বাবু জানান, নিহত শিখা মালাকারের বাড়ি নোয়াখালী তিনি অত্র ওয়ার্ডে ভাড়াবাসায় থাকতেন।