chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনার অভিশাপ এবার কাপ্তাই, আক্রান্ত ২

শেষমেশ করোনার অভিশাপ রাঙ্গামাটির করোনামুক্ত উপজেলা কাপ্তাই পড়েছে । প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ জন। 

শনিবার (২৪মে) দিবাগত রাতে ২জন শনাক্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিভাগের ফোকাল পার্সন ডা.মোস্তফা কামাল।

জানা গেছে, ফৌজদারহাটের বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিকেল অ্যান্ড ইনফেকশাস ডিজেজ(বিআইটিআইডি) এবং সিভাসু থেকে ১৮ জনের রিপোর্টে রাঙ্গামাটিতে এসেছে। তারমধ্য ২ জনের দেহে পজেটিভ ফলাফল এবং বাকি ১৬টি নেগেটিভ। আক্রান্ত ২ জনেই কাপ্তাইয়ের বাসিন্দা।
এ নিয়ে রাঙ্গামাটি মোট আক্রান্তের সংখ্যা ৫৪ তে দাঁড়ালো।

উল্লেখ্য, রাঙ্গামাটিতে এখন পর্যন্ত সর্ব মোট ৮৮৫টি নমুনা সংগ্রহ হয়েছে। তারমধ্য ৭৪১ টি নমুনার ফলাফল পেয়েছে রাঙ্গামাটি সিভিল সার্জন অফিস। ৭৪১টি নমুনা থেকে ৫৫টি পজেটিভ, ৬৮৬টি নেগেটিভ এবং অপেক্ষমান রয়েছে আরও ৯৮টি।

এদিকে,চট্টগ্রামে ফৌজদারহাটের বিআইটিআইডি, চট্টগ্রামে মেডিকেল কলেজ, সিভাসু ও কমেকে ২৬৪ নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের আরও ৬৫ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ১৭১০ জন।

এই বিভাগের আরও খবর